文章

Ekta Ekta Elomelo Paye - Arnob Shayan Chowdhury-歌词

Ekta Ekta Elomelo Paye - Arnob Shayan Chowdhury

Written by:Arnob Shayan Chowdhury

একটা একটা

এলোমেলো পায়ে

একটু একটু তোমার কাছে যাওয়া

একটা দুটো অচেনা কথার মোড়ে

একটু একটু তোমায় খোঁজে পাওয়া

মেঘের থেকে আকাশ ছোঁওয়া

মেঘ করে সব চুরি

চাঁদ পোড়ান রাত জাগা রস নাই

ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব

আসলে এইসব তোমার কাছে চাই

মেঘের থেকে আকাশ ছোঁওয়া

মেঘ করে সব চুরি

চাঁদ পোড়ান রাত জাগা রস নাই

ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব

আসলে এইসব তোমার কাছে চাই

একটা একটা ঘুম ভাঙ্গানোর ছলে

একটু একটু স্বপ্ন দেখে সাড়া

একটা দুটো বায়না বাকি রেখে

একটু একটু নিজের কাছেই হারা

একটা একটা ঘুম ভাঙ্গানোর ছলে

একটু একটু স্বপ্ন দেখে সাড়া

একটা দুটো বায়না বাকি রেখে

একটু একটু নিজের কাছেই হারা

মেঘের থেকে আকাশ ছোঁওয়া

মেঘ করে সব চুরি

চাঁদ পোড়ান রাত জাগা রস নাই

ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব

আসলে এইসব তোমার কাছে চাই

মেঘের থেকে আকাশ ছোঁওয়া

মেঘ করে সব চুরি

চাঁদ পোড়ান রাত জাগা রস নাই

ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব

আসলে এইসব তোমার কাছে চাই

চাই

একটা একটা এলোমেলো পায়ে

একটু একটু তোমার কাছে যাওয়া

একটা দুটো অচেনা কথার মোড়ে

একটু একটু তোমায় খোঁজে পাওয়া

版权所有©四级英语单词   网站地图 陇ICP备2023000160号-4