Ekta Ekta Elomelo Paye - Arnob Shayan Chowdhury
Written by:Arnob Shayan Chowdhury
একটা একটা
এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছে যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খোঁজে পাওয়া
মেঘের থেকে আকাশ ছোঁওয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ান রাত জাগা রস নাই
ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব
আসলে এইসব তোমার কাছে চাই
মেঘের থেকে আকাশ ছোঁওয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ান রাত জাগা রস নাই
ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব
আসলে এইসব তোমার কাছে চাই
একটা একটা ঘুম ভাঙ্গানোর ছলে
একটু একটু স্বপ্ন দেখে সাড়া
একটা দুটো বায়না বাকি রেখে
একটু একটু নিজের কাছেই হারা
একটা একটা ঘুম ভাঙ্গানোর ছলে
একটু একটু স্বপ্ন দেখে সাড়া
একটা দুটো বায়না বাকি রেখে
একটু একটু নিজের কাছেই হারা
মেঘের থেকে আকাশ ছোঁওয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ান রাত জাগা রস নাই
ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব
আসলে এইসব তোমার কাছে চাই
মেঘের থেকে আকাশ ছোঁওয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ান রাত জাগা রস নাই
ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব
আসলে এইসব তোমার কাছে চাই
চাই
একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছে যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খোঁজে পাওয়া