Aha Aji Ae Basante - Shaan
আহা আজি এ বসন্তে
এতো ফুল ফুটে এতো বাঁশি
বাজে
এতো পাখি গায়
আজি এ বসন্তে
এতো ফুল ফুটে এতো বাঁশি বাজে
এতো পাখি গায়
আহা আজি এ বসন্তে
হে এ এ এ হে হে এ এ
সখিরো হৃদয় কুসুমো কোমলো
সখিরো হৃদয় কুসুমো কোমলো
কার অনাদরে
আজি ঝরে যায়
কেনো কাছে আসো
কেনো মিছে হাসো
কাছে যে আসিতো
সেতো আসিতে না চায় আহা
আজি এ বস্পন্তে
সুখে আছে যারা সুখে থাক তারা
সুখে আছে যারা সুখে থাক তারা
সুখেরও বসন্ত সুখে হোক সাড়া
দুঃখিনী নারীর নয়নেরও নীড়
সুখীজনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বুঝে না
তারা ফিরেও না চায়
আহা আজি এ বসন্তে
এতো ফুল ফুটে এতো বাঁশি বাজে
এতো পাখি গায়
আহা আজি এ বসন্তে